সিলেট শহর থেকে কিছুটা দক্ষিণে, মনু নদীর তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশের উত্তর পূর্ব দিকের জেলা, মৌলভীবাজার। দৃষ্টিনন্দন চা বাগান, হাওড়, বিল/লেইক, জলপ্রপাত, আদিবাসী সংস্কৃতি ও লাউয়াছড়া জাতীয় উদ্যান, সবকিছু মৌলভীবাজার জেলাকে করেছে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জেলায় গড়ে উঠেছে অনেক রেসিডেন্সিয়াল হোটেল এবং রিসোর্ট। ‘দুসাই রিসোর্ট এন্ড স্পা’- সেগুলোর মধ্যে অন্যতম।
মৌলভীবাজারের গিয়াসনগরে অবস্থিত দুসাই রিসোর্ট ২০১৬ সালে ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড কমিটি কতৃক , এশিয়ার ‘সেরা বিলাসবহুল ফরেস্ট রিসোর্ট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পাঁচ তারকা মানের এই ইকো রিসোর্টটিতে রয়েছে হাজার প্রজাতির গাছ ও সর্পাকৃতির ১০০০ ফিট দীর্ঘ লেইক। প্রাকৃতিক পরিবেশে পরিবার, বন্ধু কিংবা কলিগদের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি হতে পারে একটি আদর্শ স্থান।
রুমঃ
এই রিসোর্টে হোটেল বা টাওয়ার বিল্ডিং ও ভিলা এই দুই ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রাইভেট সুইমিং পুল সহ রয়েছে হানিমুন সুইট ও প্রেসিডেন্টশিয়াল ভিলা। টাওয়ার বিল্ডিং এ রয়েছে ৩ ধরনের রুম । রুমের ধরনের উপর নির্ভর করে রুম ভাড়া ১০,০০০ থেকে ১৮,০০০ পর্যন্ত হয়ে থাকে।
ভিলা রয়েছে ৭ ধরনের। কুইন ভিলার খরচ সর্বনিম্ন এবং প্রেসিডেন্টশিয়াল ভিলার খরচ সর্বোচ্চ। ভিলায় থাকতে প্রতিরাতের জন্য গুনতে হবে ২১,০০০ থেকে ১,০০,০০০ টাকা ( সাথে রয়েছে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ)।
খাবারঃ
দুসাই রিসোর্ট ও স্পা তে সকালের নাস্তা সাধারণত রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে। কন্টিনেন্টাল, ইন্ডিয়ান এবং বাংলাদেশী খাবারের সমন্বয়ে সাধারনত নাস্তায় বাফেট ব্যবস্থা চালু রয়েছে। রিসোর্টটিতে রয়েছে ৫টি রেস্টুরেন্ট ও ক্যাফে। মেন্যু দেখে খাবার অর্ডার করা যায়। তবে বেশিরভাগ সময় রিসোর্ট কর্তৃপক্ষ প্যাকেজ অফার করে থাকেন ,যেখানে সকালের নাস্তা,দুপুর ও রাতের খাবার রুম ভাড়ার সাথে অন্তর্ভুক্ত করা থাকে। খাবারের প্যাকেজ সহ এবং খাবারের প্যাকেজ ছাড়া, দুই ভাবেই রুম বুকিং দেয়া যেতে পারে।
বিনোদন ব্যবস্থাঃ
- সুইমিং পুল- সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে রিসোর্টের ৭০ ফিট লম্বা সুইমিং পুলটি । সুইমিং পুলের সাথে রয়েছে জাকুজি।
- লেইক- দুসাই রিসোর্টের লেইকে রয়েছে কায়াকিং ও বোটিং এর ব্যবস্থা।
- ৫৬ সিটের আধুনিক সিনেপ্লেক্স
- টেনিস ও ব্যডমিন্টন খেলার ব্যবস্থা
- সাইক্লিং,পুল টেবিল ও টেবিল টেনিস
- রয়েছে কনফারেন্স রুম ও জিম
- ফিশিং ও বারবিকিউ এর সুযোগ
এসবের মধ্যে কিছু থাকে প্যাকেজের সাথে । আর প্যাকেজের বাইরের কোন সুবিধা নিতে হলে প্রদান করতে হবে অর্থ।
এছাড়া সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রয়েছে তাদের স্পা সেন্টার। সর্বনিম্ন ১৬০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫০০ টাকার স্পা রয়েছে। এরসাথে যোগ হবে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ।
Address:
Srimangal Road
Niteshwar, Giashnagar
Moulvi Bazar, Bangladesh.
Phone: +8802996684100-5
Hotline: +880 1617005511
Email: rsvn@dusairesorts.com
Website: www.dusairesorts.com
কিভাবে যাওয়া যায়ঃ
দেশের বিভিন্ন স্থান থেকে বাসে,ট্রেনে,প্রাইভেট কার বা মাইক্রো ভাড়া নিয়ে আসা যায় দুসাই রিসোর্টে। ট্রেনে আসতে হলে প্রথমে নামতে হবে শ্রীমঙ্গল রেলস্টেশনে। রাজধানী ঢাকা থেকে উপবন, জয়ন্তিকা,পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেনে আসা যায় শ্রীমঙ্গল। ভাড়া গুনতে হবে ২৬৫ থেকে ১১০০ টাকা। সময় লাগে ৫-৬ ঘন্টা। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাস ছেড়ে আসে, সময় লাগে ৫-৭ ঘন্টা। ভাড়া ৩০০-৭০০ টাকা।
চট্টগ্রাম থেকেও ট্রেনে আসতে পারেন শ্রীমঙ্গল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন যার ভাড়া ২৫০ থেকে ১১০০ এর মধ্যে।
শ্রীমঙ্গল থেকে সিএনজি,প্রাইভেট কার বা মাইক্রো ভাড়া করে যাওয়া যায় দুসাই রিসোর্ট এন্ড স্পাতে। শ্রীমঙ্গল রেলস্টেশন কিম্বা শহর থেকে দুসাই রিসোর্ট সিএনজি বা প্রাইভেট কারে ৩০ মিনিটের পথ। শ্রীমঙ্গল থেকে রিসোর্টে যাওয়ার জন্য রিসোর্টের নিজস্ব গাড়ির ব্যবস্থাও রয়েছে, যার জন্য অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে।